বিশ্বনাথে এক ডেন্টাল প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপচিকিৎসা ও প্রতারণা করার অভিযোগ উঠেছে। বিশ্বনাথ নতুন বাজারে প্রতিষ্ঠিত কমফোর্ট ডেন্টাল কেয়ার নামে প্রতিষ্ঠানের কর্মকর্তা ডাক্তার পরিচয় দেওয়া হাসান নামের এক ব্যাক্তির বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেছে। .
.
ভূয়া ডাক্তার আখ্যায়িত করে বিশ্বনাথে দীর্ঘদিন ধরে ডেন্টাল বিষয়ে চিকিৎসা দিয়ে যাওয়া বিএমডিসি নিবন্ধিত ৫জন ডাক্তারের স্বাক্ষরিত লিখিত অভিযোগপত্র আজ (৯ অক্টোবর) দায়ের করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে। বিএমডিসির সনদ প্রাপ্ত ডেন্টাল চিকিৎসক ডাঃ আমিনুল ইসলাম, ডাঃ ফরহাদ হোসেন, ডাঃ ইদ্রিস আলী, ডাঃ সামিরা খানম ও ডাঃ পিউল দেব মন্ডল এই অভিযোগ দায়ের করেন।.
.
নির্বাহী কর্মকর্তা বরাবরে দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, কমফোর্ট ডেন্টাল কেয়ার নামে একটি প্রতিষ্ঠান খোলেন হাসান নামের এক ব্যাক্তি। এ প্রতিষ্ঠানে ডাক্তার হিসেবে রোগী দেখার কাগজপত্র রয়েছে মারুফ আহমদ নামের একজনের। প্রেসক্রিপশনেও ডাক্তার মারুফ আহমদ এর নাম ব্যবহার করা হয়। অথচ চিকিৎসা দেন অন্যজন। ডাক্তার মারুফ আহমদ বিএমডিসি'র সনদ প্রাপ্ত হলেও তিনির সনদটি নবায়নকৃত নয়। ডাক্তার মারুফ আহমদ এর প্যাড ও বিএমডিসির সনদ নং ব্যবহার করে চিকিৎসা দিয়ে যাচ্ছেন হাসান নামের এক ভূয়া চিকিৎসক। ডাক্তার না হয়ে অন্য ডাক্তারের প্রেসক্রিপশন ব্যবহার করে কথিত চিকিৎসক মানুষের সাথে প্রতারণা করছেন। বিষয়টির দ্রুত প্রদক্ষেপ নিয়ে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিতে অভিযোগে উল্লেখ করেন। .
.
অভিযুক্ত কমফোর্ট ডেন্টাল কেয়ারের পরিচালনার দায়িত্বে থাকা ডাক্তার পরিচয় দেওয়া হাসান নামের ব্যক্তির সাথে যোগাযোগ করলে তিনি সরাসরি এবিষয়ে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। তিনির সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান আমি ডিপ্লোমা পাশ করেছি, রোগীদের চিকিৎসার করে যাচ্ছি। ডাক্তার মারুফ আহমদ এর প্রেসক্রিপশন ব্যবহার প্রসঙ্গে বলেন আপাতত তিনি ঢাকায় আছেন। রোগীর স্বার্থে তাঁর প্রেসক্রিপশনে আমি লিখে দিচ্ছি। আমি ডিপ্লোমা পাশ করেছি বিধায় চিকিৎসা দিতে পারি।.
.
এব্যাপারে বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায় জানান অভিযোগ পেয়েছি, বিষয়টি দেখার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কে নির্দেশ দিয়েছি। আইনগত ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।.
.
বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( ইউএইচও) ডাঃ দিলোয়ার হোসেন সুমনের সাথে কথা হলে তিনি জানান, ইউএনও অফিসের নির্দেশ এখনও পাইনি। অভিযোগ পেলে সরজমিনে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।. .
ডে-নাইট-নিউজ / বিশ্বনাথ প্রতিনিধি
আপনার মতামত লিখুন: